E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী

২০২৫ এপ্রিল ০৫ ১৭:৩০:৩৯
ঝিনাইদহে ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে কলেজ চত্ত্বরে সরকারী কেসি কলেজ ছাত্রদলের এ অনুষ্ঠানের আয়োজন করে। সেসময় কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীরা অংশ গ্রহনর করে।

এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ও কলেজ ছাত্র দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের একসাথে মিলিত হওয়ার এমন আয়োজন ভবিষ্যতে দলীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

(এসআই/এসপি/এপ্রিল ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

০৬ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test