E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদক বিরোধী মানববন্ধনে হঠাৎ ডিসির উপস্থিতি, মাদক বিক্রেতা ও সেবীদের বয়কটের আহবান

২০২৫ এপ্রিল ০৪ ১৮:৩৫:০৩
মাদক বিরোধী মানববন্ধনে হঠাৎ ডিসির উপস্থিতি, মাদক বিক্রেতা ও সেবীদের বয়কটের আহবান

শাহ্ আলম শাহী, দিনাজপুর : 'মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম-বাঁচাই জীবন' এই শ্লোগানে  মাদক বিরোধী মানববন্ধন চলাকালীন হঠাৎ উপস্থিত হলেন জেলা প্রশাসক। তিনি মাদকের বিরুদ্ধে লড়তে পান, জর্দা, গুল, বিড়ি-সিগারেট সহ যে কোন মাদক সেবনকারি ইমামের পেছনে নামাজ আদায় করতে নিষেধ করলেন। বয়কট করতে বললেন, মাদক বিক্রেতা ও সেবককারিদের। 

আজ শুক্রবার জুম্মার নামাজের পর প্রখর রোদে দিনাজপুর শহরের পশ্চিম উপকণ্ঠ কাঞ্চন সেতুর পূর্বপাশে সচেতন এলাকাবাসীর ডাকে মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালীন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম হঠাৎ উপস্থিত হয়ে তার বক্তব্যে এ আহবান জানান।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, 'আপনার সন্তানকে বেলা ডুবার পর বাড়ির বাহির হতে দিবেন না, অতিরিক্ত টাকা দিবেন না, লক্ষ্য রাখবেন-সন্তান যাতে পান, জর্দা, গুল, বিডি-সিগারেট না সেবন করে। প্রাথমিক পর্যায়ে এসব সেবনের পরই ধারাবাহিকতায় অন্যান্য মাদক সেবন করতে ধরে। পরিবারকে অতিষ্ঠ করে তুলে। জীবন নষ্ট করে ফেলে। তাই, মাদককে না বলুন, ভালো ভাবে চলুন, দেশ গড়ুন।'

পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া মহল্লাবাসী আয়োজিত মাদক বিরোধী মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে এ সময় দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী, স্থানীয় মসজিদ কমিটির সভাপতিম মামুনুর রশীদ, শ্রমিক নেতা আবুল কালাম বাবু, যুব নেতা খায়রুল ইসলাম গোলাম হোসেন, সেলিম, মাসুদ মাস্টার, ডা. ফারুক,সুলতানসহ অন্যরা বক্তব্য রাখেন।

ব্যানার, ফেস্টুন,প্লেকার্ড নিয়ে কাঞ্চন সেতুর পূর্বপারের সম্মুখে দু'ধারের সড়কে দুপুর পৌনে ২ টা থেকে পৌনে ৩ টা পর্যস্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অসংখ্য মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের আহবানে মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

(এসএস/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test