E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বন্ধুদের সাথে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

২০২৫ এপ্রিল ০৪ ১৮:৩২:১৮
বন্ধুদের সাথে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ঢাকা থেকে মোটরসাইকেলে বন্ধুদের সাথে পঞ্চগড়ে ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় ফরহাদ আহমেদ সিয়াম (৩০) নামে এক যু্বকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে মাহফুজ হাসান (৩০) নামের মোটরসাইকেলের অপর আরোহী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় দুর্ঘটনার পর আহত ফরহাদ আহমেদ সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মাহফুজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এর আগে, বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউপির সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে বোদা-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা ডিএমপির নিউমার্কেট এলিফ্যান্ট রোডে থাকতেন বলে জানা গেছে। আহত মাহফুজ হাসানের বাড়ি ঢাকার মিরপুরে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ১৪টি মোটরসাইকেল নিয়ে ১৯ জনের রাইডার টিম পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যুরে যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে সরকার পাড়া গ্রামের বটতলী নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে আসা গরুবাহী একটি ট্রাকের ধাক্কায় এই দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ সময় বাইকার টিম ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, 'স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

(আরএআর/এসপি/এপ্রিল ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

০৫ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test