E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আ.লীগ থেকে সরে দাঁড়ানো খোকন চৌধুরী নাশকতার মামলায় গ্রেফতার

২০২৫ এপ্রিল ০৩ ১৮:০৯:৪০
আ.লীগ থেকে সরে দাঁড়ানো খোকন চৌধুরী নাশকতার মামলায় গ্রেফতার

রূপক মুখার্জি, নড়াইল : গত বছরের (১৫ ডিসেম্বর) রবিবার বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ানো মিজানুর রহমান ওরফে খোকন চৌধুরীকে (৫৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ উলা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি লক্ষীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাড়ে ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মিজানুর রহমান ওরফে খোকন চৌধুরীকে ৬২ নম্বর আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে শহরের সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে নড়াইল জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান আ'লীগ নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক খোকন চৌধুরীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test