E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

২০২৫ এপ্রিল ০৩ ১৭:৫৫:৩০
রাজৈরে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে বিয়ে নিয়ে দন্দে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ উঠেছে গৃহবধূর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এঘটনায় শুশুরবাড়ির এক অন্তঃসত্ত্বা গৃহবধূসহ মোট চারজন আহত হয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে স্বাভাবিক রয়েছে অন্তঃসত্ত্বা নারীর গর্ভাবস্থার ভ্রুণ।

ভুক্তভোগী পরিবার জানায়, রাজৈর উপজেলার পূর্ব কৃষ্ণপুরার মৃত সাত্তার চাকলাদারের ইতালি প্রবাসীর ছেলের সাথে পাশের গ্রাম চরমোস্তফাপুরের আশরাফ হোসেনের মেয়ে আরিফা আক্তারের সাথে গোপনে প্রেমের বিয়ে হয়। এঘটনা এলাকায় জানাজানি হলে ছেলের পরিবার মেনে নিতে রাজি না হলেও একপর্যায়ে মেনে নিতে বাধ্য হয়। এদিকে প্রবাসী শাকিল বাড়িতে টাকা পয়সা না পাঠিয়ে তার নববধূ আরিফার নামে টাকা পাঠালে বাধে বিপত্তি। কথা-কাটাকাটি হলে আরিফা চলে যায় তার বাবার বাড়ি। এঘটনার জেরে শাকিলের বাসায় ঈদের দ্বিতীয়দিন মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার সময় ৫০ ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ হামলা চালায় ও বাড়িঘর লুটপাট করে। এ হামলায় শাকিলের অন্তঃসত্ত্বা ভাবি ও তিন ভাই আহত হয়।

আহতরা হলো প্রবাসী শাকিলের তিন ভাই ইব্রাহিম চাকলাদার (৩২), রাকিব চাকলাদার (২৮) শামীম চাকলাদার (৩৫) ও তার দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়া বেগম (২১)।

প্রবাসী শাকিলের ভাই আলিরাজ চাকলাদার জানায়, আমার তিন ভাই ও অন্তঃসত্ত্বা ভাবীসহ চার গুরুতর আহত হয়েছে, আমি এর ন্যায় বিচার চাই।

অন্তঃসত্ত্বা মারিয়া আক্তার জানায়, আমি দুই মাসের গর্ভবতী ওরা আমাকে মারধর করেছে ও মাথায় কুপিয়ে আঘাত করেছে।

এঘটনায় অভিযুক্ত আশরাফ হোসেনের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ খান মুঠোফোন জানান, ঘটনাটা শুনেছি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।

(বিডি/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test