E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪ নিরাপত্তা কর্মীকে বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাতদল

২০২৫ এপ্রিল ০৩ ১৬:৪৬:৩২
৪ নিরাপত্তা কর্মীকে বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাতদল

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহুরা এগ্রিকালচার ইন্ডাষ্ট্রিজ এন্ড অটো রাইস মিলস প্রাইভেট লিমিটেড এর ৪ চার জন নিরাপত্তা কর্মিকে বেধে দুই'টি গরুর খামারে ডাকাতি সংঘটিত হয়েছে। দু'টি খামার হতে ২টি গাড়ীতে করে ১১টি গরু নিয়ে যেতে সক্ষম হয়েছে ডাকাত দল। ঘটনাস্থল গোয়েন্দা পুলিশ ও বোচাগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটর দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পীরগঞ্জ সড়কের কৃষ্ণপুর গ্রামে অবস্থিত জহুরা এগ্রিকালচার ইন্ডাষ্ট্রিজ এন্ড অটো রাইস মিল্স প্রাইভেট লিমিটেড এর দু'টি গরুর খামারে এ দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

নৈশ্য প্রহরিরা জানায়, দেশীয় অস্ত্র সজ্জিত ০/২৫ জনের একদল ডাকাত দল দু'টি গো-খামারে প্রবেশ করে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ জন নিরাপত্তা কর্মিকে মারধর করে বেধে রেখে ২টি খামার হতে ১১টি উন্নত জাতের গরু নিয়ে পালিয়ে যায়।

জহুরা এগ্রিকালচার ইন্ডাষ্ট্রিজ এন্ড অটো রাইস মিল্স প্রাইভেট লিমিটেড এর স্বত্তাধীকারী মোঃ আব্দুল হান্নান বলেন, চুরি যাওয়া গরুর মুল্য ২০/২২ লক্ষ টাকা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুর জেলা ডিবি,র ভারপ্রাপ্ত ওসি মোঃ রফিকুল ইসলাম (রফিক) বলেন, তদন্ত চলছে।আমরা দূত সময়ের মধ্যে অপরাধীদের ধরতে সক্ষম হবো।

বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার বলেন, বিভিন্ন মাধ্যম হতে আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। কোন অবস্থাতেই অপরাধী রা দল পারপাবে না। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় বোচাগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। তবে পুলিশ এখনো গরু উদ্ধার বা কাউকে ধরতে পারেনি।

(এসএস/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test