E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর বিএনপি নেতাদের নেতৃত্বে হামলা, ৪ পুলিশ আহত

২০২৫ এপ্রিল ০৩ ১৬:৩৯:৪৮
আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর বিএনপি নেতাদের নেতৃত্বে হামলা, ৪ পুলিশ আহত

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় গ্রেফতার হওয়া এজাহারনামীয় আসামী গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখকে ছাড়িয়ে নিতে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এই হামলার ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত ইউনিয়ন বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 

রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মো. রিয়াজ শেখ (২৫), মো. আমিনুল হক (২৮), মো. হেমায়েত মোল্ল্যা (৫২), মো. সাব্বির শেখ (১৯), মো. সোহাগ শেখ (২৩), মো. রবিউল ইসলাম (২৭), আমিরাত হোসেন লিজন (২০), মো. সাকিব শেখ (১৮), মো. ইবাদুল সিকদার (২৬), মো. আবুল খায়ের সুইট (৪১), মো. ওমর ফারুক (৩৯), মো. শাওন আকন (২১), মো. জনি শেখ (১৮), মো. রাফি সিকদার (২১), মো. ইয়ার হোসেন (৩২), মো. রিয়াজুল ইসলাম (২৯) ও গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখ (৪৫)। এরা সবাই ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদ কবিরের নেতৃত্বে গজালিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজী ও মারধর মামলার আসামী গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এখলাছ শেখকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলায় এসআই আহমেদ কবির, এএসআই রাকিব মোল্লা ও কনস্টেবল মো. জাহিদুর রহমান ও কনস্টেবল রঞ্জন বিশ্বাস আহত হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান জানান, এজাহারনামীয় আসামী এখলাছ শেখকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে। ওই আসামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য বিএনপির ইউনিয়ন সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে রাতভার যৌথ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারের প্রেরণের নির্দেশ দেয়।

(এস/এসপি/এপ্রিল ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test