E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের পাশে জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী 

২০২৫ এপ্রিল ০২ ১৮:০৪:০৩
কাপাসিয়ায় প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের পাশে জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার বিশিষ্ট সাংবাদিক, মাই টিভির কাপাসিয়া উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আইউবী।

তিনি গতকাল মঙ্গলবার বিকালে আকস্মিক মৃত্যুবরণকারী সাংবাদিক মুজিবুর রহমানের বলাকোনা গ্রামের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজ খবর নেন। তিনি সাংবাদিক মজিবুরের দুই ছেলে এবং এক মেয়ের পড়াশুনা এবং তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পরিবারের সাথে মতবিনিময়কালে সাংবাদিক মুজিবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক করেন ও সমবেদনা জ্ঞাপন করেন। জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী সাংবাদিক মুজিবুর রহমানের এতিম ৩ সন্তানের পড়াশোনা দায়িত্বভার গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। মতবিনিময় শেষে তিনি পরিবারের সদস্যদের জন্য ঈদ সহযোগিতা উপহার হিসেবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় সাবেক কেন্দ্রীয় শিবির সভাপতি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আইউবীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মনির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আবু সাঈদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

(এসকেডি/এসপি/এপ্রিল ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test