E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০২৫ এপ্রিল ০২ ১৭:১৩:২০
নড়াইলে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে একজন শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশু ফাতিমা সিদ্দিকা (৭) লোহাগড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের চোরখালী এলাকার মো: মোশাররফ হোসেন মোল্যার মেয়ে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , আজ মঙ্গলবার সকালে লোহাগড়া পৌর সভার ১ নং ওয়ার্ডের চোরখালি গ্রামের মো: মোশাররফ হোসেন মোল্যার স্ত্রী ও ৭ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে পিতার বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে বেড়াতে যান। দুপুরের দিকে প্রতিবেশী শিশুদের সাথে ফাতিমা সিদ্দিকা নানা বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় অসাবধানবশত: সে পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/এপ্রিল ০২, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test