E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আতঙ্কিত এলাকাবাসী 

খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ৭ গ্রাম প্লাবিত

২০২৫ এপ্রিল ০১ ১৫:৩৭:৫১
খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, ৭ গ্রাম প্লাবিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার (৩১ মার্চ)  সকাল পৌনে ৯ টার দিকে পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে দুইশত ফুটেরও বেশি  এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সাতটি গ্রামের কয়েক হাজার বিঘা মাছের ঘের ও বোরো ধানের খেত।

এদিকে হঠাৎ করে বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাওযায় গ্রামবাসির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ফলে ঈদের আনন্দ গ্রামবাসির নিরানন্দে পরিণত হয়েছে। স্থানীয় গ্রামবাসি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙ্গন এলাকায় বিকল্প রিংবাধ নির্মাণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। সাত ঘণ্টা পেরিয়ে গেলেও পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাকে ভাঙন কবলিত স্থানে না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদ ও তার ভাই রুহুল কুদ্দুস জানান, ৪৩ লাখ টাকা ব্যয়ে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাজীবাড়ি পর্যন্ত ডিপিএম প্রকল্পের আওতায় সংস্কারের কাজ করছিলেন স্থানীয় ঠিকাদার শওকত হোসেন। সোমবার সকাল পৌনে নয়টার দিকে ঈদের নামাজ শেষে তারা জানতে পারেন যে, আব্দুর রহিম সরদারের চিংড়ি ঘেরের বাসার কাছ থেকে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে দেড়শত ফুটের মত বেড়িবাঁধ ভেঙে খোলপেটুয়া নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিষয়টি মসজিদের মাইকে প্রচার করলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিংবাঁধ নির্মানের চেষ্টা চালালেও জোয়ারের পানির তোড়ে তা সম্ভব হয়নি। বিকেল চারটার দিকে ভাঙন ২০০ ফুটেরও বেশি ছাড়িয়ে যায়। জোয়োরের পানিতে বিছট, বল্লভপুর, আনুলিয়া, কাকবসিয়া, বাসুদেবপুর,নয়াখালি ও চেঁচুয়া গ্রামে ঢুকে কয়েক হাজার বিঘার চিংড়ি ঘের ও বোরো ধানের খেত তলিয়ে গেছে। সন্ধ্যার আগে বাঁধ সংস্কার সম্ভব না হলে পানি ভাঙন কবলিত বেড়িবাঁধের পাশর্^বর্তী পিচের রাস্তা পার হয়ে খাজরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বেড়িবাঁধ ভাঙ্গনের খবর পেয়ে আশাশুনির সেকশান অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। নদীতে ভাটা শুরু হলে বাঁধ সংস্কার সম্ভব হবে।

(আরকে/এসপি/এপ্রিল ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test