E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও এসএম আবু দারদা

২০২৫ মার্চ ৩১ ১৬:০৩:৫০
পাংশাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও এসএম আবু দারদা

রাজবাড়ী প্রতিনিধি : পাংশা উপজেলাবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম আবু দারদা।

পাংশা উপজেলাবাসীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ইউএনও এস এম আবু দারদা বলেন, প্রিয় পাংশা উপজেলার জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক মহল ও সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম।

প্রথমেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। রমজান মাসের পবিত্রতা ও রহমতের পর এই আনন্দের দিনটি আমাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক, সেই কামনা করছি।

ঈদ আমাদের মধ্যে ঐক্য, সহমর্মিতা, ভালোবাসা এবং মানবিকতার বার্তা নিয়ে আসে। আমরা যেন ঈদের আনন্দের মধ্যে সবাই একে অপরের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াতে পারি এবং একটি সুন্দর ও উন্নত পাংশা উপজেলা গড়তে এগিয়ে যেতে পারি, এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

এই ঈদে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাংশা উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং সামাজিক সংগঠনের সদস্যদের, যাঁরা এই উপজেলার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছেন।

আল্লাহ তায়ালা আমাদের সকলের জীবনকে কল্যাণময় ও শান্তিপূর্ণ করুক। ঈদুল ফিতরের এই পবিত্র দিনে, আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো, এমনটাই কামনা করি।

পুনরায়, আপনাদের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং পাংশা উপজেলাকে উন্নতির শিখরে পৌঁছে দিন।

পরিশেষে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, “ঈদ মোবারক।”

ঈদ বয়ে আনুক সকলের পরিবারে অনাবিল সুখ ও সমৃদ্ধি।

(একে/এসপি/মার্চ ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test