E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪ 

২০২৫ মার্চ ৩১ ০৯:৫২:২৭
নড়াইলে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়ায় দুই গ্রুপের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। রবিবার (৩০ মার্চ) রাতে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তালেব শেখ ওই এলাকার মৃত ইন্তাজ শেখের ছেলে। আহতরা হলেন – একই এলাকার রউফ শেখের ছেলে বিল্লাল শেখ, লুৎফর শেখের ছেলে আকরাম ও জিন্নাত, রাজিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে ইঞ্জিন ভ্যান ও মোটর সাইকেলে সংঘর্ষে নিয়ে দুই গাড়ির যাত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে লষ্কর পরিবার ও শেখ পরিবারের মধ্যে সংঘর্ষর ঘটনা ঘটে। এসময় শেখ পরিবারের তালেব শেখ নিহত হন ও একই গ্রুপের ৪ জন আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের লাশ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

(আরএম/এসপি/মার্চ ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test