E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

২০২৫ মার্চ ৩০ ১৭:৩৮:৩১
সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সারা বিশ্বের মুসলিম  উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরার কমপক্ষে ২০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাববুর রহমান।

এছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাওলানা হাববুর রহমান বলেন, “প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।”

ঈদের জামাতে আসা মুসল্লীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হচ্ছে। যদিও বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী ঈদ একদিন পর উদযাপিত হবে। তবে এই ২০টি গ্রামে আগেভাগেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

(আরকে/এসপি/মার্চ ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test