E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চিৎমরমে দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

২০২৫ মার্চ ২৯ ১৭:৫৮:৩৭
চিৎমরমে দুইদিন ব্যাপী প্রয়াত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো দুইদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রীয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে ভদন্ত পামোক্ষা মহাথেরো অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটিও চিৎমরম ইউনিয়নে দায়ক দায়িকা উদ্যোগে এই বিশেষ আয়োজনে মাধ্যমে সঁইং নৃত্য পরিবেশনা শুভ উদ্বোধন করা হয়।

উদ্ধোধনে পরেে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী সইং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।

এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে, বান্দরবান উজানী পাড়া, ব্যাঙছড়ি মারমা পাড়া, ঙ্খাক খ্যং ওয়া পাড়া, কুকিমারা পাড়া, পশ্চিম মনাই পাড়া, পানছড়ি মুখ পাড়া, মবইং পাড়া,চিৎমরম মইদং পাড়া, চাকুয়া পাড়া, চিৎমরম পাড়া এই ১০টি সঁইং নৃত্য দল (দল বেঁধে সংস্কৃতি নৃত্য)ও ৬টি ইঁয়ই নৃত্যদল (দোলনা নৃত্য) এবং ২শতাধিক ভিক্ষুসংঘ ও হাজার পূণ্যার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে বলে জানান, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটিও চিৎমরম ইউনিয়নে দায়ক দায়িকারা।

ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে দায়ক দায়িকারা জানান, ৫৮ বছর বর্ষীয়ান ধর্মীয় প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা অগ্রবংশ মহাথেরো তিনি আজীবন চিৎমরম বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত ছিলেন। তিনি ৭৯ বছর বয়সে গত ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐতিহ্যবাহী রীতিতে বিশেষ প্রক্রিয়ায় এই মৃতদেহ এতদিন কফিনে সংরক্ষণ করা হয়েছিল। মৃত্যু ১ মাস ২০ দিন পর এই বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। এই ঐতিহ্যবাহী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় অনুষ্ঠান স্থলে তিনি কোন ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি বলেও জানান। এদিকে ধর্মসভায় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন চিৎমরম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো।

পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ড গ্রহণ, বুদ্ধ বন্দনা ও বিশ্বশান্তি কামনা, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, প্রয়াত ভান্তের উদ্দেশ্যে অষ্টপরিস্কারসহ মহান সংঘদান ও স্মৃতিচারণসহ নানাবিধ বিষয় নিয়ে তুলে ধরেন।

(আরএম/এসপি/মার্চ ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test