E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে এসএসসি-৮৭ ব্যাচের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

২০২৫ মার্চ ২৮ ২৩:৫৭:২৭
নড়াইলে এসএসসি-৮৭ ব্যাচের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে বন্ধুদের জমানো টাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এসএসসি ৮৭ ব্যাচের বন্ধুরা। 

শুক্রবার (২৮ মার্চ) বিকালে নড়াইল পৌর আলাদাতপুর মসজিদ সংলগ্ন মাঠে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে ঈদের সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় এসএসসি ৮৭ ব্যাচের আহবায়ক রেজাউল হক, যুগ্ম আহবায়ক লায়লা সুমন পশমী, সদস্য সচীব মো.শেখ সেলিম হোসেন, সোহেল মুস্তারীসহ ব্যাচের অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এই ঈদ সামগ্রী প্যাকেটে ছিলো সেমাই, কিসমিস, পোলাও চাল, দুধ, চিনি, সয়াবিন তৈল, আলু, পেয়াজ, রসুনসহ নানা মসলা সামগ্রী। যা পেয়ে খুশি স্থানীয় হতদরিদ্র অসহায় মানুষ।

ঈদের এই প্যাকেজ পেয়ে খুশি প্রতিবন্ধী ভিক্ষুক রহমত মিয়া, ‘আমি অচল মানুষ ভিক্ষা করে খাই এই ভাইয়েরা আমাকে ডেকে সেমাই আর পায়েশ খাবার সবকিছু দিছে, আমি পরিবার নিয়ে ঈদের সকালে রান্না করে খেতে পারবো।’

শ্রমজীবি রোজিনা বেগম জানান, ‘আমাদের ও ঈদের ছেলে-মেয়েদের নিয়ে আনন্দ করছে ইচ্ছা করে কিন্তু সামর্থ্য কুলায় না। এখন সেমাই, পায়েশ আর পোলাও রান্না করে খেতে পারবো। খুবই ভালো লাগছে। এনাদের জন্য দোয়া করি।’

নড়াইল এস এসসি ৮৭ ব্যাচের আহবায়ক রেজাউল হক জানান,‘বন্ধুদের জমানো টাকা দিয়ে এবছর আমরা ঈদের সামগ্রী বিতরন করলাম, নিজেরা খাওয়ার চেয়ে দেয়ার আনন্দ অনেক বেশি। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের জেলায় কোন মানুষের দুঃখ থাকবে না।’

(আরএম/এসপি/মার্চ ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test