E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিকদের ওপর হামলা

বরিশালে ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

২০২৫ মার্চ ২৮ ১৯:১২:৩৬
বরিশালে ছাত্রদল নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দিবালোকে দুইজন সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১২ জন নামধারী ও ১০ জন অজ্ঞাতনামা আসামি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদি হয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, আদালতের গেটে সাংবাদিকের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, সাংবাদিকরা কোনো দলের নয়, তারা তাদের কাজ করবে এটাই স্বাভাবিক। সেই কাজে বাঁধা দেওয়া, সাংবদিকদের মারধর করা এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়া, ক্যামেরা-মোবাইল ভাঙচুর করার মতো সন্ত্রাসী কার্যক্রম করে কাউকে পার পেয়ে যেতে দেওয়া যাবে না। তাই আমরা আইনগতভাবে যেমন বিষয়টি দেখেছি, তেমনি সন্ত্রাসীর বিচারও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর কাছে দাবি করেছি।

এদিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন দুই সাংবাদিককে দেখতে গিয়েছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, নুরুল আমিনসহ অন্যান্যরা।

বিএনপির নেতৃবৃন্দরা বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে যেকোন অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা সোচ্চার রয়েছি। কারও ব্যক্তিগত ঝামেলার দায় দল কখনই নিবে না। আর দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অন্যায় করে, তবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে সংবাদকর্মীদের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, হামলাকারী ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর সাথে জেলা পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার গভীর সখ্যতা রয়েছে। যেকারণে সে নানা অপরাধ সংঘঠিত করে আসছে। ফলে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হলেও সোহেল রাঢ়ীকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বরিশাল জজ কোর্ট চত্বরে ২৭ মার্চ দুপুরে সাংবাদিক নুরুল আমিন রাসেল ও মনিরুল ইসলামকে মারধর করে আহত করে তাদের ক্যামেরা ভাঙচুর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

(টিবি/এসপি/মার্চ ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test