E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রী

২০২৫ মার্চ ২৮ ১৯:১০:১৩
ঈশ্বরদীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৯.৮ ডিগ্রী

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার (২৮ মার্চ) বিকেল তিনটায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৮ ডিগ্রী রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপপ্রবাহ বাড়লেও গরমের তীব্রতা তেমনভাবে অনুভূত হচ্ছে না।

গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া দিনমজুর ও রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। তবে রাতে তাপমাত্রা কমে যায়। শুক্রবার ভোরেও শীতে কাঁথা-কম্বল জড়িয়ে ঘুমাতে হয়েছে।

এরআগে চলতি মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঈশ্বরদীর ওপর দিয়ে প্রবাহিত হয় মৃদু তাপপ্রবাহ। গত ১৬ মার্চ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক নাজমুল হক রঞ্জন জানান, শুক্রবার থেকে ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। পারদের কাঁটা ওঠেছে ৩৯ দশমিক ৮ ডিগ্রীতে। অর্থাৎ তীব্র তাপপ্রবাহের কাছাকাছি। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে আগামীকাল থেকে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে।

(এসকেকে/এসপি/মার্চ ২৮, ২০২৫)

পাঠকের মতামত:

০১ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test