E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

২০২৫ মার্চ ২৭ ১৯:১৪:৫৬
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পলাতক আসামিদেরকে গ্রেফতারপূর্বক বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন জেলা স্কুলের প্রাক্তন, অধ্যয়নরত  ছাত্র ও অভিভাবকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায়বিচারের স্বার্থে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। আদালতের দেওয়া রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হলেও এখনো চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক। তাদের দ্রুত গ্রেফতার না করা বিচার ব্যবস্থার প্রতি চরম অবহেলার প্রমাণ। বিশেষ করে মুনতাসির আল জেমির কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার নজির।

এসময় মানববন্ধনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ (বুলু), ছোট ভাই আবরার ফাইয়াজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপুসহ কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। সেখানে পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

(এমজে/এসপি/মার্চ ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test