E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার হরিনগরে কর্তন নিষিদ্ধ গরান কাট বহনের সময় তিন ব্যক্তি আটক

২০২৫ মার্চ ২৬ ১৮:৪৫:২২
সাতক্ষীরার হরিনগরে কর্তন নিষিদ্ধ গরান কাট বহনের সময় তিন ব্যক্তি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মুক্তিপণ বাবদ সুন্দরবনের কর্তন নিষিদ্ধ গরান কাট বহনের সময় ২ জেলেসহ তিন ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে এই কাঠসহ তাদেরকে আটক করা হয়। দস্যু আব্দুল্লাহর মুক্তিপণ বাবদ ২শ’ পিচ গরান কাট সুন্দরবন থেকে আনা হয়েছিল বলে জানিয়েছেন তারা।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে কামাল হোসেন, ভ্যানচালক মোঃ আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে রাশেদুল ইসলাম।

সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ কদমতলা স্টেশনের কর্মকর্তা সোলাইমান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে ভ্যানভর্তি গরান কাঠ জব্দ করা হয়। এ সময় কর্তন নিষিদ্ধ গরান কাঠ পাঁচারের অভিযোগে তিনব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে বুধবার আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বনবিভাগের হাতে আটক হওয়া কামাল হোসেন জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের তিনজনকে অপহরণ করে। এসময় মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর অন্যতম সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২শ’ পিচ গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। তাদের নির্দেশনা মোতাবেক সুন্দরবন থেকে গরান কাট কেটে ভ্যানে করে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের দস্যু আব্দুল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছিল। এসময় হরিনগর এলাকায় বনবিভাগের সদস্যরা তাদের আটক করে।

(আরকে/এসপি/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test