E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত 

২০২৫ মার্চ ২৬ ১৮:২৮:৪৩
কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা , অফিসার্স ক্লাব, কাপাসিয়া প্রেসক্লাব, সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, কাপাসিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল. ছাত্রদল , সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদ ভেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি দল, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উ”চ বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় ও বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা দিনের কর্মসুচি শুরু করেন।

থানা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া সরকারি পাইলট উচর্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট উ”চ বিদ্যালয়, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষার্থীদের অংশগ্রহন করেন।।

পরে উপজেলা নির্বাহী অফিসার ডা: তামান্না তাসনীম আমন্ত্রিত অতিথিদের নিয়ে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন নান্নু, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা এম এ গণি, মুক্তিযোদ্ধা লাল মিয়া, থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক পিপিএম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যন্যদের আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা
প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সরকার, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, জনস্বাস্থ্য প্রকৌশলী
রেজাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

(এসকেডি/এসপি/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test