E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নানিয়ারচরে স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

২০২৫ মার্চ ২৬ ১৭:৩৭:১৪
নানিয়ারচরে স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

রিপন মারমা, রাঙ্গামাটি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুস্পমাল্য অর্পণ করা  হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার উদ্যোগে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা জানান, কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি,বিজিবি সেক্টর কমান্ডার রাঙ্গামাটি সদর ও কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্।পুস্পস্তবক অর্পণ শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বিজিবি রাঙ্গামাটি সদর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি ও কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ সহ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফকে সমাহিত করা ও বুড়িঘাট যুদ্ধের প্রত্যক্ষদর্শি দয়াল কৃষ্ণ চাকমার সাথে কথা বলেন।দয়াল কৃষ্ণ চাকমা বুড়িঘাট যুদ্ধের স্মৃতিচারণ করেন।

পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সা‌লে মহান মুক্তিযুদ্ধের সময় ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অসীম সাহসিকতার সাথে লড়াই করে জেলার না‌নিয়ারচর উপ‌জেলার বু‌ড়িঘাট এলাকায় শহিদ হয়েছিলেন তৎকালীন ইপিআর বাহিনীর ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। এখানেই তাঁকে সমাহিত করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করেন।

(আরএম/এসপি/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test