E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিশু-কিশোরদের রং তুলিতে গণহত্যার ইতিহাস

২০২৫ মার্চ ২৬ ১৭:৩০:৩৪
শিশু-কিশোরদের রং তুলিতে গণহত্যার ইতিহাস

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : আগামী প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস তুলে ধরতে শিশু-কিশোরদের নিয়ে গণহত্যার পুস্তক, দলিলাদি সহ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বইয়ের পুস্তক আলোকচিত্র প্রদর্শনী ও ছবি আঁকা সহ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত নানা তথ্যাদির চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের কোমল হাতের রং তুলিতে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন চিত্রায়িত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন বলেন, গত ১৫ বছর ধরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি ধারাবাহিকভাবে এই প্রদর্শনী করে আসছে। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস তুলে ধরতেই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, মর্টার সেল, ডামি রাইফেল, কিলিং লিস্ট, গণহত্যা ঘটনাস্থলের বিবরণ, আলোকচিত্র, গণহত্যার বিবরণ সম্বলিত পুস্তক রয়েছে।

এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধ ও গণহত্যার প্রামাণ্য দলিলাদি শিশু-কিশোরদের দেখাতে পারছি। এই ধরনের আয়োজন আরো বেশি হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test