E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে যুবদলের দোয়া মাহফিল

২০২৫ মার্চ ২৬ ০০:৩০:২৩
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঈশ্বরদীতে যুবদলের দোয়া মাহফিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা, কর্মী ও সুধিজন অংশগ্রহন করেন।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল। প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন হীরক।

অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক সভাপতি নূরে আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, পৌর যুবদলের সদস্য সচিব প্রতীক, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।

এছাড়াও জিতু, রিপন সাইদুল মুকুল, আসাদ, পলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ২৬, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test