E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদা না পেয়ে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ শাহাদাত গং এর বিরুদ্ধে

২০২৫ মার্চ ২৫ ১৯:৪৮:৪৭
চাঁদা না পেয়ে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ শাহাদাত গং এর বিরুদ্ধে

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : চাঁদা না দেয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পঞ্চবটি গ্রামের হযরত আলীর ছেলে সাহাদাত'র বিরুদ্ধে। আর এ নিয়ে সাংবাদিকদের নিকট ব্রিফিং করেন ভুক্তভোগী পশ্চিম দামোদরদী গ্রামের দ্বীন ইসলাম'র ছেলে মনিরুল ইসলাম মনিন। 

আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২০০৮ সালে আর এস রেকর্ড সূত্রে,পশ্চিম দামোদরদী মৌজার ৩৫৩,৩৫৪ দাগে ৭১ শতাংশ সাব কবলায় ইব্রাহিম সরকার ও আবু হোসেন ওরফে হাসেম সরকারের ওয়ারিশগণের নিকট থেকে ক্রয় করে নামজারি পূর্বক ভোগদখল করে আসছেন। কিন্তু গত মঙ্গলবার (১৮ মার্চ) মনিরুল ইসলাম মনিনের ক্রয় করা সম্পত্তিতে, পৈত্রিক সূত্রে মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড স্থাপন করে দখলের চেষ্টা করে সাহাদাত গং। এবং ঐ দিনই রাত আনুমানিক ৮টায় সময় সন্ত্রাসি সাহাদাতের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশিয় অস্র নিয়ে মনির'র চাচাত ভাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসে এবং বলে আসে মনিরকে যেখানে পাবে সেখানেই হামলা করা হবে। পূর্ব শত্রতার জের ধরে দীর্ঘদিন থেকেই সাহাদাত গং, মনির'র নিকট থেকে চাঁদা দাবি করে আসছিলো, চাঁদা না দেওয়ায় নিজ নামে সাইনবোর্ড লাগিয়ে জোরপূর্বক জমি দখলের পায়তারা করে সে। এই খবর পেয়ে ঘটনার পরের দিন জমির মালিক মনির বাড়িতে এসে এলাকার মুরুব্বীদের সাথে আলোচনা করে গত ১৯/৩/২৫ তারিখে সোনারগাঁ থানায় উপস্থিত হয়ে একটি জিডি করেন যার SDR নাম্বার ১৪৮১।

(এসবি/এসপি/মার্চ ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test