E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

২০২৫ মার্চ ২৫ ১৪:১৭:১২
ফরিদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীর ধর্ষণকারীর ফাঁসির দাবিতে স্থানীয় বাহির দিয়া এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ওই মানববন্ধন ফরিদপুর শহরে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শিশুটির মা নাজমা বেগম, প্রতিবেশী নাসিমা বেগম প্রতিবেশী জাহাঙ্গীর কবির,
মোহম্মদ রাজিব , মোহাম্মদ সোহেল রানা, মো. জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এ ঘটনার জড়িত ব্যক্তির ফাঁসি দাবি করে বলেন, চকলেট খাওয়ানের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণী পড়ুয়া কন্যাশিশুকে ধর্ষণকারী কামাল শেখ (৫৫) গ্রেপ্তার হওয়ার পর থেকে মামলা তুলে নিতে ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারকে ‌ বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে ধর্ষকের লোকজন। যার কারণে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানায় ভুক্তভোগীর পরিবার। অবিলম্বে এ ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষক কামালের বিচারিক কাজ শেষ করে তার ফাঁসি নিশ্চিত করার দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিলও করেন তারা।

(আরআর/এএস/মার্চ ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test