E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

২০২৫ মার্চ ২৪ ২০:১১:৪৫
ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ‌আজ সোমবার বিকেলে ফরিদপুরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ফরিদপুরের গণ মানুষের নেতা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ ‌এর মমতাময়ী মা শায়লা কামাল এর মৃত্যুতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সাত্তারের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এর সঞ্চালনায় ‌অনুষ্ঠানে ‌উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‌বাংলাদেশ ‌জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাঈয়ুম জঙ্গী, কামাল ইউসুফের কন্যা সাদাব ইউসুফ‌‌ ফরিদপুর জেলাবিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জাতীয়তাবাদী দলের সদস্য রশিদুল ইসলাম লিটন, বিএনপি নেতা আব্দুল লতিফ, নগরকান্দা বিএনপি নেতা কে এম জাহাঙ্গীর, সাবেক এম পি‌ খন্দকার নাসিরুল ইসলাম, ‌বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় কমিটির ‌সাবেক সহ-সভাপতি ‌মাহবুবুল হাসান পিংকু ভূঁইয়া, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জামায়াতে ইসলামী ‌ফরিদপুর জেলা শাখার নায়েবে আমির আবু হারিজ মোল্লা‌, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, ইমাম কল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ‌ জাহাঙ্গীর হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শিথিল, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী শিবলী সাদিক, কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের পরিবার দীর্ঘদিন ধরেই ফরিদপুরের জনগণের পাশে থেকে তাদের সেবা করে আসছে। তারা যেন ভবিষ্যতেও তারা সাধারণ জনগণের পাশে থাকতে পারে সেজন্য দোয়া করা হয়৷

চৌধুরী নায়াব ইবনে ইউসুফ এর মমতাময়ী "মা" শায়লা কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়৷ এছাড়া বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং দেশনায়ক তারেক রহমান যাতে সুস্থ শরীরে দেশে ফিরে দেশের হাল ধরতে পারেন সেজন্য দোয়া করা হয়৷ এছাড়া বাংলাদেশ ৫ আগষ্টের পর স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারের দোসররা গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে বানচাল করা এবং সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাইকে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানানো হয়৷

অনুষ্ঠানে পরবর্তীতে ‌ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়া ‌সাধারণ জনগণ ও উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test