E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাড়িচালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, বিভাগীয় তদন্ত দাবি

২০২৫ মার্চ ২৪ ১৭:৫৭:০৯
গাড়িচালক শাহীনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, বিভাগীয় তদন্ত দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌর এলাকার পশ্চিম নাছিরপুর গ্রামের গাড়িচালক শাহীন আলমকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছে তার পরিবার। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।

আজ সোমবার সকালে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সংবাদ সম্মেলনে এ দাবি করেন তার পরিবারের সদস্যরা।

শাহীন আলম জামালপুর পৌরসভার পশ্চিম নাছিরপুর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে নিহত শাহীনের পরিবার অভিযোগ করেন, ১০/১২ বছর আগে শাহীন গরুর গোশতের ব্যবসা করতেন। একই এলাকার কিছু লোক তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তার বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এসব মামলার বেশিরভাগ থেকেই নির্দোষ প্রমাণিত হন তিনি। এরপরেও ওই চক্রটি শাহীনকে নানাভাবে হুমকি-ধমকি দিলে প্রাণভয়ে তিনি এলাকা থেকে দূরে চলে যান। সেখানে গিয়ে পিকাপভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপরেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো ওই চক্রটি।

তারা আরও অভিযোগ করে বলেন, গত ১৮ মার্চ সকালে মাদারগঞ্জ থেকে তার ক্ষত+বিক্ষত লাশ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ।

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের বিচারবিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তু দাবি করেন শাহীনের পরিবার।

এসময় বক্তব্য রাখেন, শাহীনের স্ত্রী জরিনা বেগম,ছেলে আশিক ও মনি।একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।

(আরআর/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test