E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীর আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

২০২৫ মার্চ ২৪ ১৭:১৫:১৬
ঈশ্বরদীর আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুরে আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামী হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রায়েছে মানিক হত্যা মামলার প্রধান আসামি তানজির আহমেদ তুহিন এর পুত্র সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬), তার আপন ভাই এজাহার নামীয় আসামি মেহেদী হাসান শাওন (২৬) এবং দিয়ার বাঘইলের মোঃ. ফজলুর পুত্র সুইট (২৫)।  

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদের নের্তৃত্বে থানা ও রূপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে এদের গ্রেফতার করা হয়।

ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, গত বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে দিয়ার বাঘইল রূপপুর পাকার মোড়ের জনৈক ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

মানিকের পিতা ইউনুস আলী এঘটনায় বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ ১২ জনকে এজানামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এরপর হতে আসামি টুনটুনিসহ প্রধান কয়েকজন পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিদের দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বে এই হত্যা মামলার ৫ জন আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানান তিনি।

(এসকেকে/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test