E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাচ্চু মিয়া 

২০২৫ মার্চ ২৪ ১৭:১০:১৮
লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন সাচ্চু মিয়া 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া-লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও তরুণ রাজনীতিক মো: সাচ্চু মিয়া। 

গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বোর্ডের চেয়ারম্যান এর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাচ্চু মিয়াকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছিলেন দিদার-ই-এলাহী।

জানা গেছে, নব নিযুক্ত সভাপতি সাচ্চু মিয়া নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। ওই গ্রামের প্রয়াত শিক্ষক মরহুম আতিয়ার রহমান ও রিজিয়া বেগম দম্পতির মেঝ ছেলে মো : সাচ্চু মিয়া। প্রাথমিক শিক্ষা শেষে সাচ্চু মিয়া ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। এরপর তিনি লোহাগড়া আদর্শ কলেজে ভর্তি হন এবং ১৯৯১-৯২ সালে সরকারি লোহাগড়া আদর্শ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সবুজ-সাচ্চু প্যানেলে প্রথম জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন। লোহাগড়া আদর্শ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করে খুলনা সেন্ট্রাল ল কলেজে ভর্তি হন। এখান থেকে তিনি এলএলবি পাস করেন। বর্তমানে তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

মোঃ সাচ্চু মিয়া লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুজন।

(আরএম/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test