E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

২০২৫ মার্চ ২৪ ১৬:৫৮:৫৭
কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি-হ্রাস কল্পে সৌর শক্তি ভিত্তিক উদ্ভাবনী রান্নার চুলার ব্যবস্থা বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ধোধণ ও মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

টিয়ারফান্ডের সহযোগিতায় ও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন টিয়ারফান্ড'র পরিচালক মারুফ রুমি মমতাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিয়ারফান্ড বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট সিনিয়র কনসালটেন্ট লরেন্স ফারিয়া।

বিধান বিশ্বাসের পরিচালনায় কর্মশালায় আলোচনা করেন, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া প্রোগ্রাম অফিসার পায়েল দাস, ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর সুজিত দেবনাথ, সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জামান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, সৌর ভিত্তিক রান্নার চুলার ব্যবহার বৃদ্ধি পেলে কাঠ ও গ্যাসের ব্যবহার কমবে। নবায়নযোগ্য জ্বালানী ব্যবহার বাড়লে উচ্চমাত্রার অভ্যন্তরীন বায়ু দূষণ, বন উজাড়, গ্রিণ হাউজ গ্যাস নির্গমন এবং পরিবেশ অবক্ষয় কমে আসবে। পরিবেশ সুরক্ষায় সৌর শক্তির চুলার ব্যবহার প্রকল্প টি তিন বছর মেয়াদী হলেও কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নে মার্চ মাস হতে আগষ্ঠ পর্যন্ত ছয় মাস পাইলট প্রকল্পটি পরীক্ষামূলক কার্যক্রম চলবে।

কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মী, সাংবাদিক ও সৌর বিদ্যুতের চুলার ব্যবহারকারী প্রত্যন্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

(এমকে/এসপি/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test