E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

২০২৫ মার্চ ২৪ ১৩:৫০:৪৬
ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি : ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা। 

সোমবার সকালে শহরের পিটিআই চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয় র‌্যালীটি। পরে প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরক স্মারকলিপি দেন তারা। সেসময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন দাস, হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুবীর কুমার ঘোষ, হাসান মামুদ, সদর উপজেলার খালেকুজ্জামান, কোটচাঁদপুরের বলরাম সাহা, মহেশপুরের আসাদুজ্জামান, শাহনাজ পারভীজ, জেসমিন আরা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচী শেষে শিক্ষকরা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কর্মরত থাকায় তারা পেশাগতভাবে অবহেলিত ও হতাশ। তাদের দাবি, দায়িত্ব ও অভিজ্ঞতার নিরিখে ৯ম গ্রেডে উন্নীত হওয়া তাদের ন্যায্য অধিকার। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

(এসই/এএস/মার্চ ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৬ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test