E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় জমজমাট ঈদের বাজার

২০২৫ মার্চ ২৩ ১৭:২৩:০৮
সোনাতলায় জমজমাট ঈদের বাজার

বিকাশ স্বর্নকার, বগুড়া : বগুড়ার সোনাতলায় রমজানের শেষ মুহূর্তে প্রতিটি দোকানে ক্রেতার উপচে পড়া ভিড়ে একেবারেই জমজমাট ঈদের বাজার। আজ রবিবার পৌর শহরের রাস্তাঘাট, শপিংমল সহ দোকানগুলোতে গ্ৰাম থেকে  কেনাকাটা করতে আসা লোকজনের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ীরা জানান, যদিও মাহে রমজানের শুরুতেই বেচাকেনায় ভির তেমন না থাকলেও রমজান শেষের দিকটাই ক্রেতাদের প্রচন্ড ভীড় বেড়েছে। পৌর শহরে বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে নানান বয়সী ক্রেতারা ঈদে তাদের পছন্দের পণ্য কিনতে ঘুরে ঘুরে দেখছেন। তবে বিক্রেতারাও নতুন নতুন ঈদ ক্যালেকশন ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে ক্রেতার পছন্দের জন্য। ক্রেতারা জানিয়েছেন এবার ঈদে প্রায় দোকানে নতুন ডিজাইনের পোশাক মিললেও দাম চড়া। এছাড়াও মুদি দোকানগুলোতে সেমাই চিনি অন্যান্য পসরা কিনছেন লোকজন। সমানতালে বেড়েছে জুতা স্যান্ডেল দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। যদিও স্বর্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এবার ঈদে তাদের দোকানে ক্রেতা শূন্য। এর কারণ হিসেবে দুষলেন অস্থির সোনার বাজারকে।

পৌর শহরের তিন মাথা মোড়ের রুপা ক্যালেকশন এর সত্ত্বাধিকারী জানান, ক্রেতাদের উপস্থিতি খুবই ভালো এবং অল্প দেখাতেই তৈরি পোশাক পছন্দ করছেন সেই সাথে বেচা-বিক্রি খুব ভালো। এ ঈদে ছেলে ও মেয়েদের নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারে এসেছে। এ রকম বেচাবিক্রি হলে আশা করছি বেশ ভালো লভ্যাংশ ঘরে উঠবে।

বড় বাজারের মুদি দোকানী পলাশ চন্দ্র সাহা বলেন, রোজার শুরুতেই বেচাকেনা ততটা ভালো না হলেও রমজান শেষের দিক থেকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত বেচাকেনার চাপ থাকবে।

কসমেটিক দোকানী গোপাল সাহা বলেন, এখনো তেমন বেচাকেনা জমে উঠেনি তবে ঈদের তিন চার দিন আগে বেচাকেনা বাড়বে।

জুতা ব্যবসায়ী বলাই চন্দ্র সাহা বলেন, ক্রেতাদের ভিড় বেড়েছে এবং ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের সুতা সান্ডেল এসেছে বেচাবিক্রি ভালো।

আটোগাড়ি চালক আলমগীর হোসেন বলেন, ঈদের বাজার উপলক্ষে রাস্তায় প্রচুর পরিমাণে লোকজনের দেখা মিলছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বলেন, মুসলিম সম্প্রদায়ের সর্ব বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর এ উৎসবকে সামনে রেখে ঢাকা সহ দেশের দুর দুর্দান্ত থেকে আগত যাত্রীদের নিরাপত্তা সেই সাথে নির্বিঘ্নে ঈদুল ফিতর পালনের লক্ষ্যে পুরা উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। হাট-বাজার রাস্তাঘাট সহ মার্কেট গুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। থানার ভারপ্রাপ্ত এই পুলিশ কর্মকর্তা সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

(বিএস/এসপি/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test