E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীর পাকশীতে বিএনপি’র ইফতার মাহফিল

২০২৫ মার্চ ২৩ ১৪:৩৮:৪৮
ঈশ্বরদীর পাকশীতে বিএনপি’র ইফতার মাহফিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর পাকশীতে বিএনপি’র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমাদের ছেলেদের রক্তের ওপর দাড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, ঈশ্বরদীর  বিএনপিতে আমরা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দেখতে চাই।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (২২ মার্চ) পাকশীর আমতলা ফুটবল মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সফল আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী সেকেন।

ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, উপজেলা কৃষকদলের সভাপতি পাঞ্জু সরদার, পাকশী ইউনয়ন যুবদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পাতা, পাকশী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা জাসাসের সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার, সাবেক ছাত্রনেতা রাজন আলী, পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুজন হোসেন, যুবদল নেতা নয়ন রহমান চঞ্চল, যুবদল নেতা নিজাম, পাবনা জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য নূরুন নবী, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হাসিবুর রহমান ইমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদলের ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন।

(এসকেকে/এএস/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test