E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাত দফা দাবিতে ঈশ্বরদীতে প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

২০২৫ মার্চ ২৩ ১৪:৩৫:২০
সাত দফা দাবিতে ঈশ্বরদীতে প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সাত দফা দাবিতে ঈশ্বরদী হাসপাতাল সড়কে জেলা প্রজনন কর্মকর্তার অফিসের সামনে রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ প্রাণিসম্পদের এ  আই টেকনিশিয়ানরা  মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ১৯ মাস বেতন পাচ্ছিনা। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। রোদ-বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করি। দেশের মানুষের মাংস এবং দুধের চাহিদা আমরা মিটিয়ে থাকি। বিশ্বের কোথাও কাজ করার পর বেতন নেই এমন ঘটনা নজিরবিহীন। আমাদের উপর বৈষম্য করা হচ্ছে বলে মনে করি। সামনে ঈদ, পরিবারের সদস্যদের জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। দাবি না মানা হলে আগামীতে এক দফায় রূপান্তরিত করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব।

সভাপতিত্ব করেন প্রাণিসম্পদের এ আই টেকনিশিয়ান পাবনা জেলা সভাপতি নুরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম। বক্তব্য রাখেন কার্যকরী সহ-সভাপতি সাহাবুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, চাটমোহরের সভাপতি আশরাফুল ইসলাম, সাঁথিয়ার সভাপতি আলমগীর হোসেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনসুর হোসেন, প্রচার সম্পাদক আলাউদ্দিন আলী আজাদ ও অর্থ সম্পাদক কামরুজ্জামান বাবু।

(এসকেকে/এএস/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test