E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রোজাদারদের সম্মানে পাংশায় বিএনপির ইফতার মাহফিল

২০২৫ মার্চ ২৩ ০০:২৮:১১
রোজাদারদের সম্মানে পাংশায় বিএনপির ইফতার মাহফিল

একে আজাদ, রাজবাড়ী : রোজদারদের সম্মানে রাজবাড়ীর পাংশায় ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। শনিবার উপজেলার সরিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিকেলে বহলাডাঙা উচ্চ বিদ্যালয় মাঠে সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওবায়েদ মাষ্টারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি হারুন অর রশিদ।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলামপাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ-উল ইসলাম মিষ্টি, পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন,পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি,ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
(একে/এএস/মার্চ ২৩, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

Website Security Test