E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুর চেম্বার অব কমার্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

২০২৫ মার্চ ২২ ১৯:৩৩:৫১
জামালপুর চেম্বার অব কমার্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ৩৮তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় চেম্বার কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় কোরআন থেকে তেলায়ত করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশিম। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান। বিগত বার্ষিক সভার প্রতিবেদন পাঠ করেন চেম্বারের পরিচালক এড. ইকরামুল ইসলাম মানিক।

সভায় বক্তব্য দেন চেম্বারের পরিচালক জাকির হোসেন খান, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, কনজুমার এসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

বক্তারা জানান, আমাদের পরিচালনা পরিষদ আসার পরে শহরে একটি হাইওয়ে রোডের পাশে একটি ভবন নির্মাণ করূ হচ্ছে। এই কার্যকরি কমিটির তত্ত্বাবধানে এবং আর্থিক সহয়তায় নির্মিত হচ্ছে ভবনটি। এটি হবে জামালপুরের ব্যবসায়ীদের সুন্দর একটি প্লাটফর্ম।

বক্তারা আরও বলেন, জামালপুরের ব্র্যান্ডিং নকশিকাঁথা, এটির সঙ্গে৷ জামালপুর চেম্বার ওতপ্রোতভাবে জড়িত। এভাবে নানা সেক্টরে চেম্বারের অবদান রয়েছে। ব্যবসায়ীদের নির্বিঘ্ন ব্যবসায় পরিচালনা এবং আর্থসামাজিক উন্নয়নে জামালপুর চেম্বার অব কমার্স সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে এই সংগঠন।

(আরএম/এসপি/মার্চ ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test