E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দোকানের নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে তোপের মুখে বিএনপি নেতা

২০২৫ মার্চ ২২ ১৭:৩৮:৫৯
দোকানের নির্মাণ কাজ বন্ধ করতে গিয়ে তোপের মুখে বিএনপি নেতা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দোকানের নির্মাণ কাজ বন্ধ করে গিয়ে এবার আপন ভাতিজার তোপের মুখে পরে দলবল নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছেন জেলার উজিরপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস আকন। এ সংক্রান্ত একটি ভিডিও আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ভিডিও’র সূত্রধরে খোঁজ নিয়ে জানা গেছে, উজিরপুর উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় ইচলাদী গ্রামের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে লিমন হাওলাদার শুক্রবার সকালে নিজেদের দোকান ঘর নির্মান করতে যায়। তিনি নির্মাণ সামগ্রী নিয়ে আসার কিছু সময়ে মধ্যে বিএনপি নেতা গিয়াস আকন ও তার সহযোগি সাবেক যুবদল নেতা শাহ আলম চুন্নু হত্যা মামলার আসামি সৈয়দ ইউসুফ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রহস্যজনক কারণে দোকান নির্মানে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে লিমন হাওলাদারকে গালিগালাজ করে নির্মান কাজে নিয়েজিত শ্রমিকদের বের করে দিয়ে দোকানের সাটারে তালা ঝুলিয়ে দেয়।

সূত্রে আরও জানা গেছে, আকস্মিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন বিএনপি নেতা গিয়াস আকনের আপন বড় ভাইয়ের ছেলে সাবেক ছাত্রদল নেতা জহিরউদ্দিন বাবু। একপর্যায়ে গিয়াস আকন ও তার সহযোগিরা বাবুর তোপের মুখে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন।

লিমন হাওলাদার জানান, তার বাবা সালাম হাওলাদারের ক্রয়কৃত জমিতে নির্মিত দোকান ঘর মেরামত করতে গিয়ে রহস্যজনকভাবে বিএনপি নেতা গিয়াস আকনের বাঁধার সম্মুখীন হয়েছি। পরবর্তীতে জহিরউদ্দিন বাবুর কঠোর হস্তক্ষেপের কারণে গিয়াস ও তার সহযোগিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস আকন ও তার সহযোগি সৈয়দ ইউসুফের বিরুদ্ধে কাউন্টার দখল, নিজ দলের নেতাকর্মীদের মামলায় আসামি করে অর্থ বাণিজ্যসহ নানা আভিযোগ রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ন আহবায়ক গিয়াস আকনের ব্যবহৃত মোবাইল ফোনে অসংখ্যবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় কোন বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, গিয়াস আকনের অপকর্মের ফিরিস্তি ইতোমধ্যে নেতৃবৃন্দকে জানানো হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে ফিরে আসার পর তার (গিয়াস) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

(টিবি/এসপি/মার্চ ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test