E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া ও বিশাল ইফতার মাহফিল 

২০২৫ মার্চ ২২ ১৭:২০:৩৮
কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া ও বিশাল ইফতার মাহফিল 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে "রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা", দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়' মাঠে ইফতারের আগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। 

উপজেলা বিএনপির উদ্যোগে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে উপজেলার ১১ টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ৬ সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশাল মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতি, এ যেন এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হতে পারেন নি। দেখে মনে হচ্ছে আজ যেন নেতাকর্মীরা সুদে আসলে হিসাবটা বুঝে নিচ্ছেন।

কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপির নেতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মোমতাজ উদ্দিন রেনু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও গাজীপুর মেট্রো জামায়াতের আমির সালাউদ্দিন আইয়ুবী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।

(এসকেডি/এসপি/মার্চ ২২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test