E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০২৫ মার্চ ২১ ১৫:১৩:৫৯
কানাইপুরে খেলাফত যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতারের পর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ ফরিদপুরের কানাইপুরে অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনের ওপর বর্বরোচিত ইসরায়েলের হামলা ও মুসলমানদের প্রতি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন যুব সংগঠনটি। মিছিলটি কানাইপুর বাজার থেকে শুরু হয়ে কানাইপুর হলপট্টি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ওই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দখলদার ইসরায়েল রাষ্ট্রের প্রতি গভীর ঘৃণা প্রদর্শন করে ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে দেশের মুসলমানদের এগিয়ে আসার আহবান জানান যুব মজলিসের নেতৃবৃন্দ। এছাড়া মুসলমানদের ওপর ভারতের আগ্রাসন রুখে দিতে এদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।

ফরিদপুর সদর উপজেলা যুব মজলিস নেতা মাওলানা খবির উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সমাবেশে বক্তব্য রাখেন- জেলা খেলাফত যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক আবু নাইম, সদর উপজেলা যুব মজলিসের সভাপতি-মাওলানা খবির হোসেন, সহ-সভাপতি মাওলানা মাহবুব কবির, বায়তুল মাল সম্পাদক ইঞ্জিনিয়ার সাদিক প্রমুখ। আরও উপস্থিতি ছিলেন- হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ, আহবায়ক ফরিদপুর যুব মজলিস, মাওলানা মাহবুব হোসেন, সভাপতি ফরিদপুর জেলা যুব মজলিস, মাওলানা মতিয়ার রহমান প্রমুখ।

এর আগে বিক্ষোভ মিছিলে তাঁরা দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিরহ ঘুমন্ত ফিলিস্তিনের মুসলিম নারী-শিশুসহ অসংখ্য হতাহতের প্রতিবাদে তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে ইসরায়েল ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেন সংগঠনের উপস্থিত নেতা-কর্মীরা। সমাবেশে সভাপতির সমাপনি বক্তব্যের শেষাংশে- সারা বিশ্বের মুসলমানদের প্রতি শান্তি কামনা, অবৈধ দখলদার ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তি ও ফিলিস্তিনের নিহত মুসলমানদের মাহফেরাত কামনা করে মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে একটি বিশেষ মোনাজাতের মাধ্যমে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।

(আরআর/এএস/মার্চ ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test