E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জের যুবদল নেতা শামীম বহিস্কার

২০২৫ মার্চ ২০ ১৯:১৫:৩৫
সংঘর্ষের ঘটনায় রূপগঞ্জের যুবদল নেতা শামীম বহিস্কার

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে যুবদলের কর্মী নিহতের ঘটনায় রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীম মিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত ও কার্যকর করা হয়েছে। আজকের পর থেকে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় নেবে না যুবদল। একই সঙ্গে, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে, বহিস্কৃতদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ দিনগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসিব নামে যুবদলের এক কর্মী নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সাথে বিরোধ চলছে চনপাড়া সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম ও সহ-সভাপতি গোলাম রাব্বানীর। গতরাতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বৈঠকে বিষয়টি মীমাংসা না হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ৩০ জন।

(এসবি/এসপি/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test