E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

২০২৫ মার্চ ২০ ১৯:১০:১৪
লোহাগড়ায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের মশাগুনী-সিংগা ওয়ার্ডের দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ী, লুঙ্গি হাতে তুলে দেওয়া হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী ইমরান, স্বেচ্ছাসেবক দল নেতা সাগর, ছাত্রনেতা শরিফুল ইসলাম লায়ন প্রমুখ।

সমাজসেবক মো. সাইফুল ইসলাম বলেন, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের কল্যাণে এগিয়ে আসাকে আমি ইবাদত বলে মনে করি। এবারের ঈদে আমি আমার এলাকার নিন্মবিত্ত, দরিদ্র, অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। যতদিন সুস্থভাবে বেঁচে আছি ততোদিনই নিজের সামর্থের আলোকে এ ধরণের কাজ করে যেতে আমি বদ্ধপরিকর। আমি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

(আরএম/এসপি/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test