E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

২০২৫ মার্চ ২০ ১৪:২৭:৩৯
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

গোপালগঞ্জ প্রতিনিধি : স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই ছিল গৃহবধু পলি বেগমের সংসার। কিন্তু দু’বছর আগে এ পরিবারে বড় ছেলে হৃদয় শেখ (২০) মাদকাসক্ত হয়ে পড়ে। আর এতেই অমনিশার অন্ধকার নেমে আসে এ পরিবারে। হৃদয় কাজের সন্ধানে সিলেট যায় ।সেখানে গিয়ে অসৎসঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। পরে চলে আসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে।

হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে।শহিদুল পটুয়াখালী জেলা শহরে ক্ষুদ্র ব্যবসা করেন। মাদকাসক্ত বড় ছেলে হৃদয় ও কলেজ পড়ুয়া ছোট ছেলে স্বাধীন শেখকে (১৭) নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

স্বাধীন কোটালীপাড়ার একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।অপরদিকে কোন কাজ-কর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়ায় হৃদয়। প্রতিদিনই পরিবারের কাছ থেকে টাকা আদায় করে মাদক সেবনে ডুবে যায়। টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র সহ মূল্যবান মালামাল ভাংচুর।টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধর করেছে বলে জানিয়েছেন পলি বেগম।

৭ দিন আগে মাদক কেনার টাকা চেয়ে ব্যর্থ হয় হৃদয়। পরে সে ছোট ভাই স্বাধীনকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর বুধবার(১৯ মার্চ)রাতে হৃদয় বাড়িতে আসে। পলি বেগম কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বাড়িতে গেলে মাদকাসক্ত ছেলেকে তিনি পুলিশের হাতে তুলে দেন।

ওই রাতেই মাদকাসক্ত ছেলেকে আসামী করে মা পলি বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে ২ বছর ধরে পরিবারে চরম অশান্তি বিরাজ করছে । আমরা অনেক চেষ্টা করেও তাকে মাদক সেবন থেকে ফেরাতে পারি নি । তাকে নিয়ে সংসারে অশান্তির শেষ নেই ।সে সহিংস আচরণ করছে। তার আচরণে সংসারে প্রাণহানীর আশংকা দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার বুঁকে ফিরে আসুক। এটাই আমার প্রত্যাশা ।

কোটালীপাড়া থানার এস.আই মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

(টিবি/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test