E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন এড. ইকবাল হোসেন শেখ

২০২৫ মার্চ ২০ ১৪:১৮:১৬
সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন এড. ইকবাল হোসেন শেখ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ  পেয়েছেন এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শেখ। ১৭ মার্চ ২০২৫ আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কান্দানিয়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শেখ মৃত ইদ্রিস আলী শেখের ছেলে কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে কাজ করে আসছেন। তার নিয়োগে আইন অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শেখ বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে গর্বিত। আইন ও ন্যায়বিচারের স্বার্থে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।” সরকারের আইনি কার্যক্রম পরিচালনায় সহকারী অ্যাটর্নি জেনারেলদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন নিয়োগের ফলে বিচার ব্যবস্থায় কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ও কাপাসিয়ার কৃতী সন্তান ফকির সাহাব উদ্দিন এর পর এড.মোহাম্মদ ইকবাল হোসেন শেখ সহকারী অ্যাটনি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন। এখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গাজীপুরের বিভিন্ন স্থানে ও কাপাসিয়া উপজেলায় আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

(এসকেডি/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test