E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ 

২০২৫ মার্চ ২০ ১৪:১৬:২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ 

মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এর আগে বুধবার  টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর পৌনে ১২টা থেকে বিক্ষোভ শুরু করে ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘মঙ্গলবার হাইকোর্ট ৩০ শতাংশ পদ দিয়ে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছেন। এতে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে। আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ শতাংশ কমে গেল। হাইকোর্টের এমন রায় টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে আমরা টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের সব ক্লাস এবং চলমান পর্ব মধ্য পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্জন করছি। দাবি না মানলে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করব না।’

এতে ঢাকা ও উত্তরবঙ্গমুখী দুপাশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আলোচনা করে আশ্বস্ত করলে তারা বিক্ষোভ প্রদর্শন ও অবরোধ তুলে নেন।

(এসএএম/এএস/মার্চ ২০, ২০২৫)

পাঠকের মতামত:

২১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test