E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ৬টি ইউনিয়নে বয়স্ক ও বিধবাদের ত্রৈমাসিক ভাতা বিতরণ

২০২৫ মার্চ ১৯ ২২:৫৬:৫০
ফরিদপুরে ৬টি ইউনিয়নে বয়স্ক ও বিধবাদের ত্রৈমাসিক ভাতা বিতরণ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে অকো-টেক্স গ্রুপের সাজিদ সোবহান ফাউন্ডেশন আয়োজনে স্থানীয় ৬টি ইউনিয়নের বয়স্ক ও বিধবাদের ত্রৈমাসিক ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় ফরিদপুরের কানাইপুরে পুরদিয়া এলাকার আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অকো-টেক্স গ্রুপ ও সাজিদ সোবহান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিকো মিজোই, সাপোর্ট সিস্টেম কোম্পানি লিমিটেড, জাপান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুস্তফা, ব্যবস্থাপনা পরিচালক, আলেয়া এণ্ড হাঙ্ক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এবং সামাজিক নেতা মোত্তালিস হোসাইন। এছাড়া অন্যান্য অথিতি হিসেবে কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমুখ।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান তাঁর বক্তব্যে জানান, 'আজ আমাদের সম্মানিত অতিথিদের মধ্যে একজন জাপান ও একজন সিঙ্গাপুর থেকে এসেছেন। দেশ দু'টি খুবই উন্নত। শুধুমাত্র সুশাসন ও পরিশ্রমের মাধ্যমে রাষ্ট্র দু'টি আজ অনেক উন্নত হয়েছে। আমাদের দেশে মানুষের মধ্যে অভাব রয়েছে কিন্তু রিসোর্সের কোন অভাব নেই। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ এদেশের জনশক্তি। এই বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে শুধুমাত্র সুশাসন প্রতিষ্ঠা, কঠোর পরিশ্রম ও রিসোর্স ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারলে আমাদের এই দেশটি জাপান বা সিঙ্গাপুর থেকেও উন্নত করা সম্ভব।'

অনুষ্ঠানটিতে ফরিদপুরের কানাইপুর, কৃষ্ণনগর, কৈজুরি, চাঁদপুর, গাট্টি ও আটঘর এই ৬টি ইউনিয়নের বয়স্ক ব্যক্তি ও বিধবাদের ত্রৈমাসিক ভাতা হিসেবে এক বস্তা চাল, ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে অকো-টেক্স গ্রুপের সাজিদ সোবহান ফাউন্ডেশন।

(আরআর/এএস/মার্চ ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test