E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

২০২৫ মার্চ ১৯ ২২:৪০:২২
নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইলে ফেনসিডিল বহনের দায়ে আব্দুল মোতালেব (৬৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ শাহিনুর রহমান এ দণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আব্দুল মোতালেব গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের উত্তরপাড়ার আবুল কালাম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১২ সালের ১০ জানুয়ারি দুপুরের দিকে নড়াইল শহরের রূপগঞ্জ গোডাউন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতের একটি দল। পরে মোতালেব নামে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা। পরে এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নড়াইল সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আলী শেখ বাদী হয়ে মামলা করেন।

এরপর মামলার আসামি মোতালেবকে অভিযুক্ত করে সদর থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায়ের ধার্য দিন বুধবার দুপুরে বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন। এছাড়া আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও জব্দকৃত আলমত ধ্বংসের আদেশ দেন।

(আরএম/এএস/মার্চ ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test