E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে জেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ

২০২৫ মার্চ ১৯ ১৯:৩৭:২০
পঞ্চগড়ে জেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : আজ দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া অধিদপ্তর থেকে বরাদ্দকৃত এই সমস্ত ক্রীড়া সামগ্রী আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলুর তত্ত্বাবধানে বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রথমদিনে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার, গলেহাহাট ফাযিল মাদ্রাসা, ষড়ঋতু- জগদলের পক্ষে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেছেন প্রফেসর মো. আব্দুর রহিম। মনোয়ারা ফুটবল একাডেমি পক্ষে গ্রহণ করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. মনোয়ার হোসেন। প্রফেসর মো. আব্দুর রহিম আজ বিকাল সাড়ে পাঁচটায় তাঁর পরিচালিত সংগঠনের শিশু কিশোরদের মাঝে প্রাপ্ত ক্রীড়া সামগ্রী খেলার মাঠে গিয়ে হস্তান্তর করেন।

এসময় ষড়ঋতু জগদল সাধারণ সম্পাদক নাঈমুর রহমান দুর্জয়, বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের জেলা টীমের ক্রিকেটার রিয়াজুল হাসান রিয়াদ, ভলিবল খেলোয়াড় আবু তারেক, ষড়ঋতুর ক্রীড়া সম্পাদক রাশেদ রানা, সদস্য ওমর আল জাবির ও নাহিন মুনকার মাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(আরএআর/এসপি/মার্চ ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

২০ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test