E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল নিশ্চিহ্ন

২০২৫ মার্চ ১৯ ১৮:৪৫:২৬
সাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল নিশ্চিহ্ন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় শেখ মুজিবর রহমানের ম্যুরাল তৃতীয়বার ভেঙে বেদিমুল নিশ্চিহ্ন করা হয়েছে। আজ বুধবার ভোররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ চিহ্নটুকু ভেঙে ফেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হুসাইন, যুগ্ন আহবায়ক ওমর তাসনিম প্রমুখ এ অভিযানে নেতৃত্ব দেন।

সংগঠনটির আহ্বায়ক আরাফাত হুসাইন জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আমরা সাতক্ষীরার মাটি থেকে মুছে ফেলতে চাই। যতদিন ছাত্র জনতার সৈনিকরা আছে, ততদিন বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শক্তি আর ফিরে আসতে পারবেনা।

প্রসঙ্গত, ২০২১ সালে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে জেলা পরিষদের উদ্যোগে শেখ মুজিবর রহমানের ম্যুরাল তৈরি করা হয়। পরে মোড়টির নামকরণ করা হয় বঙ্গবন্ধু স্কয়ার মোড়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নামকরণ করা হয় শহীদ আসিফ চত্বর। ওই দিন সন্ধ্যায় প্রথমবারের মতো শেখ মুজিবর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। পরবর্তীতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ম্যুরালটি ভাঙচুর করা হয়।

(আরকে/এসপি/মার্চ ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test