E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে পুনর্বাসন করার আহবান জানালেন মোদাররেস আলী ইছা

২০২৫ মার্চ ১৮ ২২:৪৮:৫৩
মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে পুনর্বাসন করার আহবান জানালেন মোদাররেস আলী ইছা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন আঞ্চলিক রাজনীতি, বিভিন্ন বর্ণবাদী রাজনীতি থাকুক না কেন ফরিদপুরের মানুষ মনে করে ১৯৭১ সালের যে চেতনায় বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতার সময় তারা যে অগ্রণী ভূমিকা পালন করেছে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে পুনর্বাসন করার লক্ষ্যে আমাদের সকল সহযোদ্ধাদেরকে আমাদের সেই আন্দোলনে থাকতে হবে।

মঙ্গলবার ১৮ মার্চ সন্ধ্যায় বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর শাখার উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছা এসব কথা বলেন।

অ্যাডভোকেট ইসা বলেন,বাংলাদেশকে নিয়ে যারা ভাবে তার বৃহৎ অংশই হচ্ছে এই আইনজীবী সমাজ সুতরাং আপনাদের কাছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান জানাবো আপনাদের কাছে অনুরোধ করব, আসুন সবাই সম্মিলিত ভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সকলে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থা কাজ করি।

তিনি আরও বলেন, আমরা আইনজীবীরা রাজনৈতিকভাবে মনে করি, যে গণতান্ত্রিক স্রোতধারায় আমরা ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশের ৫৫ হাজার ১২৬ বর্গ মাইলের এই জনগোষ্ঠীর উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক যে রাষ্ট্রীয় কাঠামো করবার কথা, সেই রাষ্ট্রীয় কাঠামোতেই যখন যারা যে অবস্থাতেই বাধা তৈরি করুক না কেন সেখানেই ফরিদপুরে সকল আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করবে এটাই আমাদের ফরিদপুরের মানুষের প্রত্যাশা।

অতর্বতী কালীন সরকারের উদ্দেশ্যে ইসা বলেন, পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবার ক্ষেত্রে যে উদ্যোগ এই উদ্যোগের মধ্যে আমরা রাজনৈতিকভাবে লক্ষ্য করছি সেখানেও কোন অভিসন্ধি থাকতে পারে। তারেক রহমানের নেতৃত্বে সকক রাজনৈতিক ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।

যে লক্ষে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের স্রোতধারায় ড. ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে অচিরেই জাতীয় সংসদ নির্বাচন দেয়। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের ম্যান্ডেড নিয়ে যাতে এদেশের রাষ্ট্র পরিচালিত হয় এবং সেই লক্ষ্যে আমরা সকলে এক পথে এক মতে জাতীয়তাবাদী চেতনায় এগিয়ে যাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করে দেশকে ভালোবেসে সকলের দেশের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে

৫ই আগস্ট এর পরে ফরিদপুর আইনজীবী সমিতির যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে সকলের অংশগ্রহণের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয় সুনিশ্চিত হওয়ায় সকল আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকল আইনজীবী বন্ধুদের প্রতি জাতীয়তাবাদী দল পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানান মোদাররেস আলী ইসা।

অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু সভাপতিত্বে এবং অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন সহ আইনজীবী ফোরামের নেতারা।

এসময় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত এবং তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

(টিইউ/এএস/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test