E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৪টি মোটরসাইকেল উদ্ধার

ঈশ্বরদীতে মোটরসাইকেল চোর চক্রের তিনজন আটক

২০২৫ মার্চ ১৮ ১৯:১৯:৫১
ঈশ্বরদীতে মোটরসাইকেল চোর চক্রের তিনজন আটক

ঈশ্বরদী প্রতিনিধি : তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এসময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার রা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে আটককৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রায়েছে নাটোরের বড়াইগ্রাম থানার পূর্ণ কলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে রিদয় মোল্লা (২৩), সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে রাজিব হোসেন (৩১)। সোমবার গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও আরটিআর মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটর সাইকেল নিয়ে তারাবারি নামায আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক শান্টু আলী খানের মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও চারটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

(এসকেকে/এসপি/মার্চ ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test